বাড়তি আয়
টুপি তৈরি করে আয়
বছরজুড়েই আছে নামাজের টুপির চাহিদা। ঘরে বসেই তৈরি করা যায় টুপি। সেলাই জানা থাকলে যেকোনো নারী বা পুরুষ টুপি তৈরি করে আয় করতে পারেন
বাজারে নানা ধরনের নামাজের টুপি পাওয়া যায়। কোনোটি কাপড় দিয়ে তৈরি, কোনোটি নাইলনের। কোনোটি পাতলা, কোনোটি পুরু। তবে কাপড়ের তৈরি টুপির চাহিদা বেশি। দাম তুলনামূলক কম পড়ে বলেও বিক্রি হয় বেশি। নামাজের টুপি মেলা, হাটবাজার, মসজিদ ও মাজারের সামনে, স্থানীয় দোকানে পাইকারি ও খুচরা বিক্রি করা যায়। ২০০০-৩০০০ টাকা মূলধন নিয়ে কাপড়ের টুপি তৈরির ব্যবসা শুরু করা সম্ভব।
সেলাই জানতে হবে আগে
টুপি তৈরি করতে চাইলে আগে কাপড় সেলাই জানা থাকা চাই। কাপড় কাটা ও সেলাইয়ের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে হবে। টুপি তৈরির কাজে অভিজ্ঞ কারো সঙ্গে কিছুদিন কাজ করে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারেন। বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে।
যা যা লাগবে
স্থায়ী উপকরণ হিসেবে লাগবে একটি পায়ে চালিত সেলাই মেশিন। দাম পড়বে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। কাঁচি ৯০-১০০, গজ ফিতা ১০-১২, স্কেল ২৫-৩০, ইস্ত্রি কেনা যাবে ৬০০-৭০০ টাকায়। কাঁচামাল হিসেবে লাগবে কাপড় ২ গজ ১২০-১৩০ টাকা, সুতা ২ কাটিম ৮-১০ সুতা, সুঁই ৫টি ৮-১০ টাকা, টেইলার্স চক ১টি ৫-৭ টাকা। সুতা, বোতাম ও বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকানেই পাওয়া যাবে এসব পণ্য।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি নকশি মোটিফ নিয়ে বৃত্তাকার ডিজাইন করে নিতে হবে। এরপর নির্দিষ্ট মাপে কাপড় কাটতে হবে। কাপড়ের চারদিকে মেশিনে সেলাই করে নিতে হবে। টুপির চারদিকের অংশটি সেলাই করে নিতে হবে এবং পরে মাঝের অংশটি জোড়া লাগাতে হবে। টুপি তৈরি যেন নিখুঁত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। টুপি তৈরির পর ইস্ত্রি করতে হবে।
লাভের হিসাব
আয়ের পরিমাণ নির্ভর করে টুপি তৈরির পরিমাণ ও বিক্রির ওপর। ডিজাইনভেদে প্রতিটি টুপি ২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এ থেকে মাসে অনায়াসেই ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব।
Source: http://www.kalerkantho.com/
Related All Links:
নামাজের টুপি তৈরি ব্যবসা
কাপড়ের টুপি তৈরী: প্রস্তুতপ্রণালী, বাজারজাতকরণ, প্রশিক্ষন প্রদানকারী সংস্থা ও কেস স্টাডি
ঈদে টুপি তৈরি করে সাড়ে পাঁচ কোটি টাকা আয় করবে বগুড়ার নারীরা
Cap or Hat Buyers: Bangladesh and International
How to make Cap? Video Tutorial
Cap or Hat Buyers: Bangladesh and International
How to make Cap? Video Tutorial
No comments:
Post a Comment