নামাজের টুপি তৈরি কনটেন্টটিতে নামাজের টুপি তৈরি ও এর ব্যবসা কীভাবে শুরু করা যায়, ব্যবসা শুরু করার জন্য কোথায় প্রশিক্ষণ নেওয়া যায় , এই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান এবং সর্বোপুরি এর মাধ্যমে কীভাবে বাড়তি আয় করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
নামাজের টুপি তৈরি ব্যবসা
নানা রকম ব্যবসার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হবার চেষ্টা করে। সেলাই জানা থাকলে যে কোন নারী বা পুরুষ নামাজের টুপি তৈরির ব্যবসা করে উপর্জনের ব্যবস্থা করতে পারেন।
* বাজার সম্ভাবনা
* মূলধন
* প্রশিক্ষণ
* প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
* টুপি তৈরির নিয়ম
* আনুমানিক আয় ও লাভের পরিমাণ
* সচরাচর জিজ্ঞাসা | |
বাজার সম্ভাবনা
বাজারে নানান ধরণের নামাজের টুপি পাওয়া যায়। যেমন কোনটি কাপড় দিয়ে তৈরি, কোনটি নাইলনের তৈরি। কোনটি পাতলা, কোনটি পুরু। কাপড়ের তৈরি টুপির দাম তুলনামূলক কম থাকে ফলে বিক্রি বেশি হয়। নামাজের টুপি বিক্রি করে মেলা, হাট-বাজার ও স্থানীয় দোকানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করা সম্ভব। এছাড়া বিভিন্ন মসজিদ ও মাজারের সামনে নামাজের টুপি বিক্রি করা যেতে পারে।
মূলধন
আনুমানিক ১৮০০-২০০০ টাকা মূলধন নিয়ে কাপড়ের টুপি তৈরির ব্যবসা শুরু করা সম্ভব। বড় আকারে কাপড়ের টুপি তৈরির ব্যবসা শুরু করতে চাইলে যদি নিজের কাছে প্রয়োজনীয় পুঁজি না থাকে তাহলে স্থানীয় ঋণদানকারী ব্যাংক, সরকারী বা বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে শর্ত সাপেক্ষে স্বল্প সুদে ঋণ নেয়া যেতে পারে।
প্রশিক্ষণ
কাপড় সেলাই শুরু করার আগে দক্ষতা অর্জন করা অবশ্যই প্রয়োজন। তাই কাপড় কাটা ও সেলাই এ দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে হবে। অভিজ্ঞ কারো সহকারী হিসেবে কিছুদিন কাজ করে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া সম্ভব। এছাড়া বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করে প্রশিক্ষণ নেয়া সম্ভব। এসব প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেয়া সম্ভব।
প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
* স্থায়ী উপকরণ
উপকরণ
|
পরিমাণ
|
আনুমানিক মূল্য (টাকা)
|
প্রাপ্তিস্থান
|
সেলাই মেশিন (পা চালিত)
|
১টা
|
৪৫০০-৪৮০০
|
সেলাই মেশিন বিক্রয়ের শোরুম
|
কাঁচি
|
১টা
|
৯০-১০০
|
সুতা বোতামের দোকান
|
গজ ফিতা
|
১টা
|
১০-১২
|
সুতা বোতামের দোকান
|
সেপ স্কেল
|
১টা
|
২৫-৩০
|
সুতা বোতামের দোকান
|
ইস্ত্রি
|
১টা
|
৫০০-৫৫০
|
বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকান
|
মোট=৫১২৫-৫৪৯২ টাকা
|
তথ্যসূত্র : মাঠকর্ম, চাটমোহর, পাবনা, ডিসেম্বর ২০০৯।
* কাঁচামাল
উপকরণ
|
পরিমাণ
|
আনুমানিক মূল্য (টাকা)
|
প্রাপ্তিস্থান
|
কাপড়
|
২ গজ
|
১২০-১২৫
|
কাপড়ের দোকান
|
সুতা
|
২ কাটিম
|
৮-১০
|
সুতা বোতামের দোকান
|
সুঁই
|
৫টি
|
৮-১০
|
সুতা বোতামের দোকান
|
টেইলার্স চক
|
১টি
|
৫-৭
|
সুতা বোতামের দোকান
|
মোট=১৪১-১৫২ টাকা
|
তথ্যসূত্র : মাঠকর্ম, চাটমোহর, পাবনা, ডিসেম্বর ২০০৯।
টুপি তৈরি নিয়ম
১ম ধাপ
টুপির নির্দিষ্ট মাপে কাপড় কেটে নিতে হবে।
২য় ধাপ
কাপড়ের চারদিকে মেশিনে সেলাই করে নিতে হবে। প্রথমে টুপির চারদিকের অংশটি সেলাই করে নিতে হবে এবং পরে মাঝের অংশটি জোড়া লাগিয়ে দিতে হবে।
৩য় ধাপ
টুপিটি তৈরি যেন নিখুঁত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৪র্থ ধাপ
টুপিগুলো তৈরির পর সেগুলো ইস্ত্রী করতে হবে।
আনুমানিক আয় ও লাভের পরিমাণ
* খরচ
স্থায়ী যন্ত্রপাতির অবচয় (ক্ষতি) বাবদ
|
৭-৮ টাকা
|
কাঁচামাল বাবদ
|
১৪১-১৫২ টাকা
|
মোট=১৪৮-১৬০ টাকা
|
তথ্যসূত্র : মাঠকর্ম, চাটমোহর, পাবনা, ডিসেম্বর ২০০৯।
* আয়
মাঠকর্ম, চাটমোহর থেকে জানা যায়,
১ গজ কাপড় দিয়ে ১২টি টুপি তৈরি সম্ভব
|
২ গজ কাপড় দিয়ে ২৪টি টুপি তৈরি সম্ভব
|
১টি টুপি বিক্রি হয়
|
১০-১২ টাকা
|
২৪ টি টুপি বিক্রি হয়
|
২৪০-২৮৮ টাকা
|
তথ্যসূত্র : মাঠকর্ম, চাটমোহর, পাবনা, ডিসেম্বর ২০০৯।
* লাভ
২৪টি টুপিতে আয় হয়
|
২৪০-২৮৮ টাকা
|
২৪টি টুপিতে খরচ হয়
|
১৪৮-১৬০ টাকা
|
লাভ=৯২-১২৮ টাকা
অর্থাৎ ৯২-১২৮ টাকা লাভ করা সম্ভব। তবে সময় ও স্থানভেদে এর কম বা বেশি লাভ হতে পারে।
|
তথ্যসূত্র : মাঠকর্ম, চাটমোহর, পাবনা, ডিসেম্বর ২০০৯।
আমাদের দেশে সারা বছরই নামাজের টুপির চাহিদা থাকে। অল্প পুঁজি নিয়ে যে কেউ ঘরে বসেই টুপি তৈরির ব্যবসা শুরু করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন ১ : কাপড়ের টুপি তৈরির ব্যবসা শুরু করতে কি পরিমাণ মূলধন লাগে ?
উত্তর : আনুমানিক ৫৫০০-৬০০০ টাকা মূলধন নিয়ে কাপড়ের টুপি তৈরির ব্যবসা শুরু করা সম্ভব।
প্রশ্ন ২ : টুপি তৈরি শেখার জন্য কোন প্রশিক্ষণের প্রয়োজন আছে কি ?
উত্তর : টুপি তৈরি শেখার জন্য সেলাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন আছে। এক্ষেত্রে সরাসরি প্রশিক্ষণ নেয়া যেতে পারে বা অভিজ্ঞ কারো কাছ থেকে ধারণা নেয়া যেতে পারে।
প্রশ্ন ৩ : টুপি তৈরির পর কিভাবে বাজারজাতকরণ করা যায় ?
উত্তর : টুপি তৈরি করে বাজারে খুচরা বা পাইকারি দরে বিক্রি করা যেতে পারে।
কৃতজ্ঞতা স্বীকার
পাবনা জেলার চাটমোহর উপজেলার মফিজ করিমের নিকট থেকে ২০০৯ সালের নভেম্বর মাসে কাপড়ের টুপি তৈরির ব্যবসা সম্পর্কে সাক্ষাৎকার নেয়া হয়েছে।